নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশলকে
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশলকে। বিয়ের পর থেকেই নব দম্পতি তারা সোশ্যাল মিডিয়ায় একটিভ। প্রায় ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে থাকেন তারা। আবার একে অপরেরর পোস্টে মন্তব্যও করে থাকেন।
সম্প্রতি তাদের আরেক ছবি ভাইরাল হয়েছে। দুজনই নিউইয়র্কে ছুটি কাটাতে গেছেন। সেখানে ক্যাটরিনা তার প্রিয় জায়গায় ঘুরতে যান ভিকির সঙ্গে।
ক্যাটরিনা তার প্রিয় রেস্তোরাঁয় একা নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে বলেন, ‘‘দ্য হোম অব এভরিথিং’। আমার সবচেয়ে প্রিয় অবস্থান।’ পরবর্তী ছবিতে দুজনকে এক সঙ্গে দেখা যায়।
সম্প্রতি হ্যালোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে ভিকি বলেছেন, ‘ক্যাটরিনা আমার জীবনের অনেক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। আমি তার মতো একজন জীবন সঙ্গী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি কারণ সে বুদ্ধিমান, জ্ঞানী এবং সহানুভূতিশীল। প্রতিদিন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখি।’
এদিকে ক্যাটরিনা কাইফ দক্ষিণের বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ এবং সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে ভিকি ব্যস্ত আছেন ভূমি পেডনেকার এবং কিয়ারা আদভানির সঙ্গে ‘গোবিন্দা নাম মেরা’ ছবির শুটিং নিয়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews