দৃষ্টিপ্রতিবন্ধী ও তাঁদের মাকে হকিস্টিক দিয়ে পেটালেন ‘ছাত্রলীগ নেতা’

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

দৃষ্টিপ্রতিবন্ধী ও তাঁদের মাকে হকিস্টিক দিয়ে পেটালেন ‘ছাত্রলীগ নেতা’
দৃষ্টিপ্রতিবন্ধী ও তাঁদের মাকে হকিস্টিক দিয়ে পেটালেন ‘ছাত্রলীগ নেতা’

প্রথম নিউজ, ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ায় দৃষ্টিপ্রতিবন্ধী তিন সন্তান ও তাঁদের মাকে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ (২০) নামের এক ‘ছাত্রলীগ নেতা’র বিরুদ্ধে। রোববার রাতে মারধরের শিকার তিন দৃষ্টিপ্রতিবন্ধীর বড় ভাইয়ের মেয়ে বাদী হয়ে ফুলগাজী থানায় শাকিল আহমেদ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন। আহত ব্যক্তিরা হলেন দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আকতার (৩০), আবদুল মোতালেব (২৬), আবদুল মুনাফ (২৪) ও তাঁদের বৃদ্ধ মা মায়া বেগম (৬০)।

অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা বলে দাবি করলেও পদবি জানাতে পারেননি। তিনি ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত বাশুড়া গ্রামের শামছুল হুদার ছেলে। অভিযোগের বরাত দিয়ে ওসি জানায়, রোববার সকালে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত বাশুড়া গ্রামের আবদুল হাই (বাদীর বাবা) ও একই বাড়ির ফটিক মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফটিক মিয়া তাঁর মামা শামছুল হুদাকে খবর দেন। পরে শামছুল হুদা তাঁর ছেলে শাকিল আহমেদসহ পাঁচ-ছয়জনকে নিয়ে এসে ওই চারজনকে হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। এ সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে ফুলগাজী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব ইমতিয়াজ জানান, আহত চারজন কিছুটা সুস্থ্যবোধ করায় তাঁদের ওষুধপত্র দিয়ে রোববার রাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত শামছুল হুদা বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীরাও আমাদের মারধর করেছেন। আমরাও মারধর করেছি।’ ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভুক্তভোগী পরিবারটি মারধরের বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানিয়েছে। তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

ফুলগাজী সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামের কাছে শাকিলে দলীয় পদবি জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিল আহমেদের ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে কোনো পদ নেই। সে মাঝেমধ্যে মিটিং-মিছিলে আসেন।’

ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন আরও বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom