দৌলতদিয়ায় আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু
রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসতবাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আনছার ব্যাপারী পাড়া এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)। সম্পর্কে তারা দাদি ও নাতনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণ পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করেন। বরু বিবি ও শিশু তাসমিয়া অসুস্থ ছিলেন। তাই আগুনের সময় সবাই ঘরের বাইরে বের হতে পারলেও তারা দুজন পুড়ে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে একই পরিবারের শিশুসহ দুই জন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়েই গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি,গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews