দুর্ঘটনার কবলে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল গাড়ি!
যার বাড়ির দেওয়ালে গাড়ি ধাক্কা মেরেছে, সেই বাড়ির মালিকের কাছে প্রতিনিধিদের পাঠান রোনাল্ডো। তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক: স্পেনের মায়োরকায় ঘটনাটি ঘটেছে। রোনাল্ডোর গাড়ি সপাটে গিয়ে ধাক্কা মারে একটি বাড়ির দেওয়ালে। বান্ধবী জর্জিনা এবং পাঁচ ছেলেমেয়েকে নিয়ে স্পেনে ছুটি কাটাচ্ছেন পর্তুগিজ তারকা। সেখানেই রোনাল্ডোর বুগেত্তি ভেইরন গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় মুদ্রায় এই স্পোর্টস কার-এর দাম ১৬ কোটি টাকা। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ কোমার ইস্ট কোস্ট রিসর্টের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ড্রাইভার। তবে পর্তুগিজ তারকার ফ্যানদের জন্য সুখবর, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন রোনাল্ডোর এক কর্মচারী। সিআরসেভেন বা তাঁর পরিবারের কেউ গাড়িতে ছিল না। গাড়ির সামনের দিকটা একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। তবে নিয়ন্ত্রণ হারালেও অন্য কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি এবং বিশেষ কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। কেউ গুরুতর চোট-আঘাতও পায়নি। তবে কেন এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে স্পেনের পুলিশ। এই বিষয়ে রোনাল্ডোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা।
জানা গিয়েছে, যার বাড়ির দেওয়ালে গাড়ি ধাক্কা মেরেছে, সেই বাড়ির মালিকের কাছে প্রতিনিধিদের পাঠান রোনাল্ডো। তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উয়েফা নেশনস লিগের পর স্পেনের দ্য ট্রমুনটানা পর্বতমালার পাদদেশে ছুটি কাটাতে গিয়েছেন রোনাল্ডো। ধুমধাম করে বড় ছেলে রোনাল্ডো জুনিয়রের জন্মদিনও পালিত হয় মায়োরকার বিলাসবহুল রিসর্টে। তারই মাঝে এই দুর্ঘটনা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews