তল্লাশি চৌকিতে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েল

তল্লাশি চৌকিতে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েল

প্রথম নিউজ, ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও প্রাণ গেলো এক ফিলিস্তিনি কিশোরের। অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া সামরিক তল্লাশি চৌকিতে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী ইসহাক হামদি আজলুন নিহত হন। রবিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আলজুনিকে নিজেদের সদস্য বলে দাবি করেছে আল-আকসা শহীদ ব্রিগেড। এই গোষ্ঠীটি ফাতাহ-এর সশস্ত্র শাখা। বিবৃতিতে ব্রিগেড দাবি করেছে, ‘আমাদের বীর যোদ্ধারা কালান্দিয়া তল্লাশি চৌকিতে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করতে সক্ষম হয়েছিল।’ 


পুলিশ জানিয়েছে, চেকপয়েন্টে একটি ‘এম-১৬’ রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।


কালান্দিয়া তল্লাশি চৌকিটি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে রামাল্লায় প্রবেশের প্রধান পথ।

সম্প্রতি পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে।