তাজিকিস্তানের চীন সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প
তাজিকিস্তানের চীন সীমান্তে ৭ দশমিক ২ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে- চীনের শিংজাং সীমান্তের তাজিকিস্তান অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: তাজিকিস্তানের চীন সীমান্তে ৭ দশমিক ২ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে- চীনের শিংজাং সীমান্তের তাজিকিস্তান অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ভূমিকম্পটি ৬ দশমিক ৮ রিখটার স্কেল মাত্রায় ছিল বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য উল্লেখ করে এর প্রতিবেদনে বলা হয়েছে- পামির মালভূমি বেষ্টিত ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। এর উপকেন্দ্র ছিল ছিল কাজিকিস্তান পূর্বাঞ্চলের আধা স্বায়ত্ত্বশাসিত গোর্ন বাদাখসান যা আফগানিস্তান ও চীন সীমান্তে অবস্থিত। ভূমিকম্পের পর ২০ মিনিট পর্যন্ত ৫ মাত্রার পরাঘাতে কেঁপে কেঁপে ওঠে এলাকাটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: