তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, কড়া প্রতিক্রিয়া চীনের

চীনের ওপর চাপ বাড়িয়ে আবার তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়ল মার্কিন যুদ্ধজাহাজ

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, কড়া প্রতিক্রিয়া চীনের
তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, কড়া প্রতিক্রিয়া চীনের

প্রথম নিউজ, ডেস্ক : চীনের ওপর চাপ বাড়িয়ে আবার তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়ল মার্কিন যুদ্ধজাহাজ।

শুক্রবার আমেরিকার নৌবাহিনীর ফ্রিগেট ইউএস চুং হুন ওই স্পর্শকাতর এলাকায় ঢোকার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ নতুন করে এ অঞ্চলে অশান্তি আর উত্তেজনা ছড়াচ্ছে।

গত অগস্টে চীনের আপত্তি উপেক্ষা করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন।

ওই সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেসময় ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান।

চীন-তাইওয়ান সঙ্কটের আবহে সেসময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দু’টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল।

উত্তেজনার আবহে আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিলের সেই উপস্থিতি নিয়েও সে সময় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বেইজিং।

পরবর্তী সময়ে তাইওয়ান প্রণালীর অদূরে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগান, ডেস্ট্রয়ার শ্রেণির রণতরী ইউএসএস হিগিন্‌স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী ইউএসএস ত্রিপোলিও মোতায়েন করেছিল পেন্টাগন।

এ বার তাইওয়ান প্রণালীতে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী বার্ক শ্রেণির ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট ইউএস চুং হুনের উপস্থিতি নতুন অশান্তির অনুঘটক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, চীন দৃঢ় ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom