ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবরোধ

রোববার (১২ নভেম্বর) সকালে ঢাবি ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে কাঁটাবন থেকে নীলক্ষেত রাস্তা কিছু সময়ের জন্য অবরোধ করেন দলটির নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবরোধ

প্রথম নিউজ, ঢাকা : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চলমান চতুর্থ দফা অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবরোধ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (১২ নভেম্বর) সকালে ঢাবি ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে কাঁটাবন থেকে নীলক্ষেত রাস্তা কিছু সময়ের জন্য অবরোধ করেন দলটির নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, অধিকার আদায়ের আন্দোলনে সাধারণ মানুষ এখন রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ রক্ষার এই আন্দোলনে সর্বাত্মক ভূমিকা পালন করছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়েই মানুষ ঘরে ফিরব।