ঢাকায় যুবদলের ৮ নেতা আটক

ঢাকায় যুবদলের ৮ নেতা আটক

প্রথম নিউজ ঢাকা:যুবদলের আট নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। ডিবির দাবি, তারা বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জড়িত। রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান সাংবাদিকদের জানান, শনিবার রাতে গাজীপুর ও লালবাগ কেল্লা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আতাউর রহমান (৪০), নাজির হোসেন (৪২), মাসুদ মিয়া (৪০), ৫৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দিল গণি (৩২), ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. সিদ্দিক হাওলাদার (৩২), ৫৬ নম্বর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর (৩১), ৫৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার (৩০) ও একই ওয়ার্ডের যুবদল নেতা মো. শাহীন (৩২)।