ঢাকার হোটেল-বাসাবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি

হোটেলগুলোর বেশির ভাগই আগামী ২৭ এবং ২৮ তারিখ পর্যন্ত কোনো রিজার্ভেশন খালি নেই বলে জানা গেছে।

ঢাকার হোটেল-বাসাবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি

প্রথম নিউজ, অনলাইন: ২৮শে অক্টোবর বিএনপিসহ অন্যান্য জোটের মহাসমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সমাবেশস্থলের আশপাশসহ হোটেল ও বাসাবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপ করেছে। পল্টন, মতিঝিল, মালিবাগ, মিরপুর, ফার্মগেট, গাবতলী সংলগ্ন একাধিক হোটেলগুলোতে যোগাযোগ করে এমনটাই জানা গেছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি-নির্মাণাধীন ভবন থেকে শুরু করে ছাত্রাবাসগুলোতে অপরিচিত কিংবা নতুন লোক তোলার বিষয়ে রয়েছে পুলিশের কড়া নির্দেশনা। হোটেলগুলোর বেশির ভাগই আগামী ২৭ এবং ২৮ তারিখ পর্যন্ত কোনো রিজার্ভেশন খালি নেই বলে জানা গেছে। নয়াপল্টনে অবস্থিত হোটেল ৭১ এর দায়িত্বে থাকা মো. জুয়েল বলেন, এই মুহূর্তে হোটেলে কোনো সিট ফাঁকা নেই। সবগুলো সিট প্রি-রিজার্ভেশন। ২৯শে অক্টোবরের পর থেকে সিট ফাঁকা হতে পারে। বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চাপ কিংবা কড়াকড়ি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। মতিঝিলে অবস্থিত হোটেল সালিমার মতিঝিলের রিসিপশনের দায়িত্বে থাকা এক স্টাফ বলেন, আমাদের এখানে পর্যাপ্ত সিট ফাঁকা রয়েছে। যেহেতু ২৮শে অক্টোবর রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

তাই এই মুহূর্তে কোনো রাজনৈতিক নেতাকর্মীদের আমরা হোটেলে সিট ভাড়া দিচ্ছি না। যারা রুম বুকিং করছেন তাদের বিস্তারিত পরিচয় ও ডকুমেন্ট যাচাই-বাছাই করে সন্তোষজনক মনে হলে বুকিং কনফার্ম করি। ফার্মগেটে অবস্থিত হোটেল স্কাই ভিউ-এ দায়িত্বরত এক স্টাফ বলেন, আমাদের এখানে সাধারণত খুব বেশি এই মুহূর্তে কাস্টমারের চাপ নেই। যেহেতু ২৮ তারিখ বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তাই অহেতুক পুলিশি ঝামেলা এড়াতে এখন কেউ রুম বুকিং করতে চাইলে তাদের বিষয়ে বিস্তারিত জেনে থাকতে দেয়া হচ্ছে। রাজাবাজারে অবস্থিত একাধিক বেসরকারি হোস্টেল এবং বাসাবাড়ির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রতিদিনই সতর্ক করা হচ্ছে। অপরিচিত কিংবা নতুন কোনো ব্যক্তিকে ছাত্রাবাস বা বাসাবাড়িতে তোলা হলে সে বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। জাহানারা গার্ডেনে অবস্থিত একটি ছাত্রাবাস ও বাড়িওয়ালার সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমাদের যেহেতু ছাত্র হোস্টেল তাই ঝুঁকিটা একটু বেশি।

তাছাড়া ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত কাউকে তোলার বিষয়ে আমরা সতর্ক করে দিয়েছি। যেহেতু এখন সময় খারাপ। তাই যেচে ঝামেলায় না পড়াই ভালো। এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান মানবজমিনকে বলেন, আমরা এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবারই বাসাবাড়ি এবং হোটেলগুলোতে নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করি। যাতে করে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে। এবারো ২৮শে অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে অভিযান কর্মসূচি চলমান রয়েছে। আমরা নগরবাসীকে অনুরোধ করবো তাদের কাছে নাশকতা কিংবা এই ধরনের কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে যেন আমাদের জানায়।