ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা সম্পন্ন, সমাহিত করা হবে সাভারে
আগামীকাল তার মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছেলে পরিবেশবিদ বারিক চৌধুরী
প্রথম নিউজ, অনলাইন: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল তার মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছেলে পরিবেশবিদ বারিক চৌধুরী। আজ গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। বারিক চৌধুরী বলেন, সন্তান হিসেবে বাবার ইচ্ছা অনুযায়ী লাশ দান করতে চেয়েছিলাম। কিন্তু গণস্বাস্থ্য ও ঢাকা মেডিকেল তার প্রতি সম্মান রেখে লাশ ধরতে রাজি হয়নি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তার লাশ দাফন করা হবে।