ড্রেসিং রুমে ঢুকে নারী ফুটবলারদের মারধর
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রথম নিউজ, রংপুর: রংপুরে ফুটবলের গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়ায় চার নারী ফুটবলারকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সেলিম মিয়া (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি বদরগঞ্জ উপজেলার শ্যামপুর ঠাটারিপাড়া এলাকার রফিকুজ্জামানের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এক পর্যায়ে মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন ও কেয়ারটেকার ছুটে এসে সেলিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় কেয়ারটেকার গোলজার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সুশান্ত সরকার। তিনি বলেন, সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।