ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল ৫ জনের
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন রোগী।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন।
মারা যাওয়ারা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকার জরিনা বেগম (৬০), গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের চকমাঝিগাটি এলাকার মো. খোকন (১৮), ঝিনাইদহ জেলা সদরের কালিচরণপুর এলাকার লক্ষণ (৪২), রাজবাড়ী জেলা সদরের সাতরশি এলাকার হালিমা বেগম (৪৩) ও গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যাসপুর এলাকার মো. বকুল (৩৫)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।