ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার : নজরুল ইসলাম খান
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী কাঁচা বাজারের সামনে থেকে শুরু হয়ে বনানী ১১নং রোড পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার করোনা ঠিকমতো মোকাবিলা করতে পারেনি ফলেই হাজার হাজার মানুষ মারা গেছে। আজকে ডেঙ্গুও নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এই রোগে কত মানুষ মারা যাচ্ছে তা বলা যায় না। আজকে এই তথ্য পত্রিকায় প্রকাশ করতে দেওয়া হয় না। আসলে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের কাছে যাওয়ার আগ্রহ এবং সক্ষমতা তাদের নেই।
তিনি বলেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি খুবই দুশ্চিন্তাগ্রস্ত, ডেঙ্গুর প্রকোপ নিবারণ করতে না পারলে আরও বহু মানুষ মারা যাবে। কারণ এই দুর্নীতিবাজ সরকার তা মোকাবিলা করতে পারে নাই। এরা করোনার সময় দলীয় লোকদের দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে শুধু তাদেরই লোকজনের উন্নয়ন হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলীম নকী, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী রেজওয়ানুল ইসলাম রিয়াজ, গুলশান-বনানীর বিএনপি নেতা কামাল জামাল মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, মিজানুর রহমান বাচ্চু, রেজাউর রহমান ফাহিম, শরিফুর রহমান শাহীন, সাগির, মোজাম্মেল হক সেলিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
লিফলেট বিতরণ কর্মসূচিপূর্ব সমাবেশে বক্তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।