ডিএমপির হাজারীবাগ থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মু আহাদ আলীকে পদায়ন করা হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মু আহাদ আলীকে পদায়ন করা হয়েছে।
শনিবার ডিএমপির পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে মু আহাদ আলীকে রমনা জোনের হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলি /পদায়ন করা হলো।
এর আগে মু আসাদ আলী পুলিশ পরিদর্শক (তদন্ত) পল্লবী থানা থেকে তাকে হাতিরঝিল থানায় বদলির আদেশ দেওয়া হয়।