এক কেজি সোনাসহ গ্রেপ্তার চোরাকারবারি রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ গ্রেপ্তার রোস্তম আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
প্রথম নিউজ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ গ্রেপ্তার রোস্তম আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আজিজুর তালুকদার।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৬৯৬ গ্রাম। এছাড়া আরও ৩৪০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, আসামি রোস্তম আলী বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করা অবস্থায় সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ১০৫১ গ্রাম বা এক কেজি ৫১ গ্রাম সোনা উদ্ধার করা হয়।