ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
রোববার এসব ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় পৃথক ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার এসব ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করায় রোববার দুপুরে হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে মিতু আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে।
মিতুর বাবা মুসা আলী বলেন, মিতু এবার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ ফল প্রকাশিত হওয়ায় অকৃতকার্য হয় সে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। দুপুরে ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে সবজি কাটতে গিয়ে বজ্রপাতে নিখিল রায় (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানী গ্রামে এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের অনল রায়ের ছেলে।
ঠাকুরগাঁ থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ওই কৃষক নিজের খেতের সবজি কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে আহত হন। পরে অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া বিষধর সাপের কামড়ে নজরুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহত নজরুল সদর উপজেলার মুন্সিরহাট এলাকার মৃত নমিজ উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম।