ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান হচ্ছেন অ্যান্টি-ভ্যাকসিন কর্মী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ভ্যাকসিনকে বিপজ্জনক বলে ঘোষণা দেয়া বিতর্কিত রাজনীতিক কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ট্রাম্প এমন একজনকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন, যিনি জনস্বাস্থ্য কর্মকর্তাদের একটি বিশাল অংশ এবং ভ্যাকসিন, খাদ্য নিরাপত্তা থেকে চিকিৎসাখাতে গবেষণা-সংশ্লিষ্ট সকল কিছুকেই বিপজ্জনক মনে করেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘদিন থেকে আমেরিকানরা ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছেন। তাদেরকে জনস্বাস্থ্য খাতে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িয়ে ফেলা হয়েছিল। কেনেডি দীর্ঘস্থায়ী মহামারির অবসান ঘটিয়ে আমেরিকাকে আবার মহান এবং সুস্থ করে তুলবে বলে মনে করেন ট্রাম্প। কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যখাতের প্রধান করতে পেরে বেশ আনন্দিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত কেনেডি জুনিয়র। ফলে তাকে স্বাস্থ্যমন্ত্রী করায় বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়তে পারে ট্রাম্প প্রশাসন।
বিশ্বের অন্যতম অ্যান্টি-ভ্যাকসিন অ্যাক্টিভিস্টকে আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী করার ঘোষণা দেয়ায় এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান নির্বাহী ড. ম্যান্ডি কোহেন বলেছেন, আমি পেছনের দিকে যেতে চাই না এবং দেখতে চাই না যে, শিশু বা প্রাপ্তবয়স্করা কষ্ট পাক যাতে আমাদের মনে করিয়ে দেয় যে ভ্যাকসিন আমাদের জন্য উপকারী ছিল, এ বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। মার্কিন খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য কেনেডি জুনিয়র। তিনি আরএফকে জুনিয়র নামে পরিচিত। পরিবেশের সুরক্ষায় তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন। এ ছাড়া এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে তিনি সরে দাঁড়ান।