টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে রাখলেন এলাকাবাসী

আজ শনিবার দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চল রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে রাখা হয়।

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে রাখলেন এলাকাবাসী

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চল রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে রাখা হয়।

স্থানীয়রা সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি করেন। মানববন্ধনে নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া, হাতিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলার সল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মো. হুমায়ন ও বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকেই হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ মারা গেছে। তারপরও এই অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে সেখানে গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। দাবিটি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom