টক-মিষ্টি ইলিশ রান্নার রেসিপি

 টক-মিষ্টি ইলিশ রান্নার রেসিপি

প্রথম নিউজ, ডেস্ক : ইলিশের যেকোনো পদ মানেই জিভে জল। এক ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের পদ। তার মধ্যে একটি হলো টক-মিষ্টি ইলিশ। ভাবছেন, টক-মিষ্টি তো আচার হয়, ইলিশ কেন হবে? সুস্বাদু এই খাবারের স্বাদ বুঝতে হলে ঘরেই তৈরি করে খেতে হবে। সেজন্য জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ ৬-৭ টুকরা

পেঁয়াজ বাটা- ১/২ কাপ

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

তেল- ১/৩ কাপ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

আস্ত কাঁচা মরিচ ফালি- ৪-৫ টি

তেতুলের মাড়- ১/৪ কাপ

আদা বাটা- ১ চা চামচ

চিনি- ১/৪ কাপ

পাঁচ ফোড়ন ভাজা গুঁড়া- ১/৪ চা চামচ

কালোজিরা- ১/৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি কড়াইতে তেল গরম হতে দিন। মাছের টুকরাগুলো সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। একটি পাত্রে এই ভাজা মাছ তুলে রাখুন। এবার পেয়াজ কুচি গরম তেলে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি বাদে বাকি উপকরণ দিয়ে কষিয়ে নিন। অর্থাৎ, আদা বাটা, পেয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কালোজিরা দিয়ে মসলা কষিয়ে নিন। এবার এই কষানো মসলায় তুলে রাখা ভাজা ইলিশ মাছ কষিয়ে নিন। মাছ কষানো হয়ে গেলে এবার তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ১৫-২০ মিনিট অল্প আঁচে রান্না করুন। এবার নামিয়ে ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি