জরিপের ফলাফল নিয়ে চিন্তিত বাইডেন
খবরে জানানো হয়, হোয়াইট হাউসে সম্প্রতি নিজের ঘনিষ্ঠ একটি ছোট গ্রুপের সঙ্গে কথা বলেন বাইডেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নির্বাচন যত ঘনিয়ে আসছে জরিপের ফলাফলে ততই পিছিয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে চিন্তিত তিনি ও ফার্স্টলেডি জিল বাইডেন। এরইমধ্যে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবরে জানানো হয়, হোয়াইট হাউসে সম্প্রতি নিজের ঘনিষ্ঠ একটি ছোট গ্রুপের সঙ্গে কথা বলেন বাইডেন। সেখানে তিনি তার জরিপে পিছিয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপস্থিতদের কাছে কঠিন বার্তা দেন। তিনি তার এভাবে পিছিয়ে পড়াকে ‘অগ্রহণযোগ্য’ বলেন এবং জানতে চান যে, তার প্রচারণা শিবির এ নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে?
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাইডেন অভিযোগ করেছেন যে, অর্থনীতি নিয়ে তার বার্তা মানুষের অবস্থান বদলাতে খুব বেশি ভূমিকা রাখতে পারছে না। কয়েক মাস ধরেই বাইডেন ও ফার্স্টলেডি জিল জরিপের ফলাফল নিয়ে অভিযোগ করে আসছিলেন। তার সহযোগী এবং বন্ধুদের কাছে এ নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোনো ধরনের উন্নতি না দেখতে পেয়ে তারা আরও বেশি ভেঙে পড়েছেন।
এ নিয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে এর মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, আমরা প্রেসিডেন্টের গোপন কথাবার্তা নিয়ে আলোচনা করি না। তবে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি তাদের সিনিয়র টিমের সঙ্গে নিয়মিত বৈঠক এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা গেছে, ট্রাম্পের তুলনায় বেশ পিছিয়ে পড়ছেন বাইডেন।
শুধু এই দু’জনের মধ্যে ভোট হলে ট্রাম্প পাবেন ৪৭ শতাংশ ভোট এবং বাইডেন পাবেন ৪৩ শতাংশ ভোট। অপরদিকে প্রার্থীর সংখ্যা যদি পাঁচ হয়, তাহলে ট্রাম্প ও বাইডেনের পক্ষে ভোট পড়বে যথাক্রমে ৩৭ শতাংশ ও ৩১ শতাংশ। জরিপে অংশ নেয়া মাত্র ২৩ শতাংশ জানিয়েছেন যে, বাইডেনের নেয়া নীতি তাদের সহযোগিতা করেছে। অপরদিকে ৫৩ শতাংশ অভিযোগ করেছেন যে, বাইডেনের নীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।