জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। বুধবার ১১টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৩ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন। নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, করতোয়া নদীর চরের এক বিঘা জমি নিয়ে আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের আমিরুলের দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সকালে আমিরুল, পল্লব মন্ডল, জুনায়েদ মন্ডল লোকজন নিয়ে বিবাদমান জমির  ধান কাটতে যায়। খবর শুনে সেখানে যান আব্দুল মজিদ। তিনি ধান কাটতে বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুল মজিদ, আমিরুলসহ অন্তত ১৩ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত তাজেল ও আমিরুলকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে এ দ্বন্দ্ব। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’