জামালপুরে অবরোধের সমর্থনে কৃষক দলের বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, জামালপুর: জামালপুরে বিএনপির ডাকা ৫ম দফা অবরোধের প্রথম দিন চলছে। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
আজ বুধবার ১৫ নবেম্বর সকালে অবরোধের সমর্থনে হাট চন্দ্রা মহাসড়কে ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা বিএনপি ও কৃষক দলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা ।
অবরোধের কারণে জেলার সকল দুর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে শহরের ফৌজদারী মোড়ে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন।