জীবিত প্রমাণ করতে ইসিতে বৃদ্ধা, প্রার্থিতা ফিরে পেলেন রিজভী আলম

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনাতিতে তার প্রার্থিতা ফিরে পান।

জীবিত প্রমাণ করতে ইসিতে বৃদ্ধা, প্রার্থিতা ফিরে পেলেন রিজভী আলম

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের এক শতাংশ ভোটার স্বাক্ষরে ২ জন মৃত থাকার অভিযোগে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রিজভী আলমের প্রার্থিতা বাতিল করে জেলা রির্টানিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এ স্বতন্ত্র প্রার্থী। পরে শুনানিতে তিনি অভিযুক্ত এ দুই ‘মৃত ভোটার’ রহিমা বেগম ও সুভা রানীকে স্বশরীরে উপস্থিত করেন। এতে প্রার্থীতা ফিরে পেয়েছেন রিজভী আলম।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনাতিতে তার প্রার্থিতা ফিরে পান।

প্রার্থিতা ফিরে পেয়ে রিজভী আলম বলেন, ‘৭২ বছর বয়সী বৃদ্ধা ভোটার নিজেকে জীবিত প্রমাণ করার জন্য খুলনা থেকে ঢাকায় আসেন। যারা ঠিকমত হাঁটতেও পারেন না। আপনারা জেনেছেন আমার আসনের জনগণ আমাকে কতটা ভালোবাসেন।’

৭২ বছর বয়সী বৃদ্ধা বলেন, ‘আমাকে মৃত দেখানো হয়েছিল। নির্বাচন কমিশন থেকে একজন আমার বাড়িতে গিয়েছিলেন। সেদিন আমি বাড়িতে ছিলাম না। তারা আমাকে না পেয়ে মৃত ঘোষণা করে। আমি মরিনি, বেঁচে আছি।’