ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী শিক্ষিকার রগরগে বার্তা প্রকাশ্যে

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী শিক্ষিকার রগরগে বার্তা প্রকাশ্যে

প্রথম নিউজ ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সী একটি ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলা এক শিক্ষিকার বেশ কিছু টেক্সট ম্যাসেজ প্রকাশ হয়ে পড়েছে। নিউ ইয়র্কের একটি স্কুলের ওই শিক্ষিকার নাম মেলিসা রোকেনসিস (৩৩)। তিনি তিন সন্তানের মা হওয়া সত্ত্বেও শিক্ষকতার নীতিকে বিসর্জন দিয়ে একটি বালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে দেশে বিদেশে সংবাদ শিরোনাম হয়েছেন। এ ঘটনায় তিনি বাকি শিক্ষক সমাজকে লজ্জায় ফেলেছেন। এ খবর দিয়েছে পশ্চিমা একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। 

এতে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে তিনি যেসব রগরগে যৌন বার্তা দিয়েছেন, তার একটিতে তিনি লিখেছেন, ‘তোমার জন্য সারাদিন এবং রাত আমি আর্তনাদ করতে থাকবো’। নিউ ইয়র্কে স্কুলে দায়িত্বে থাকাকালে গত বছর তিনি ওই বালকের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ গঠন করা হয়েছে। কুইন্সে অবস্থিত করোনা আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে একটি সমস্যা নিয়ে রোকেনসিসকে ইমেইল করে ওই বালক। এরপরই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই বালক নিউ ইয়র্ক পোস্টকে বলেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামের মাধ্যমে তিন সন্তানের জননী ও বিবাহিতা রোকেনসিস তাকে বার্তা পাঠানো শুরু করেন।

তার মধ্যে একটি বার্তায় তিনি লিখেছেন, আমার ইচ্ছে করে তোমার দু’টো ঠোঁটে চুমু দিই। আরেকটি ম্যাসেজে লিখেছেন, আমি তোমাকে মারাত্মক খারাপভাবে চাই। আরেক ম্যাসেজে লিখেছেন, তোমার টেকনিক নিয়ে পড়াশোনা করো। আর আমি তোমার জন্য সারাদিন রাত আর্তনাদ করবো। 
ওই বালক দাবি করেছে, ব্যক্তিগতভাবে তার সঙ্গে ওই শিক্ষিকা সাক্ষাৎ করতেন সুপারমার্কেটে অথবা কোনো পার্কে। এসব স্থানে তিনি তাকে চুমু দিতেন। এই অসংলগ্ন সম্পর্ক চলতে থাকে গত বছর মে মাসের শেষ ও জুনের শুরু পর্যন্ত। বালকটি বলেছে, সে ওই শিক্ষিকার সঙ্গে বুধবার বাদে স্কুল শুরুর আগে অথবা পরে প্রতিদিনই মিলিত হতো। সে বলেছে, শিক্ষিকা আমাকে বলে দিতেন কোথায় যেতে হবে। কোথায় গাড়ি পার্ক করা থাকবে। প্রতিবার যখনই আমাদের দেখা হতো, আমরা শারীরিক সম্পর্কে মিলিত হতাম। এমনও হয়েছে, রোকেনসিস আমাকে উপহার কিনে দিয়েছেন। আবার কখনো অর্থও দিয়েছেন। তার পরিমাণ ৫০০ ডলার পর্যন্ত। 

পুলিশ সূত্র বলেছে, গত মাসে ওই শিক্ষিকা দাবি করেন, তিনি ওই বালককে ৫০০০ ডলার না দিলে সে তার পরিবারকে গুলি করে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই বালকের বিষয়ে রিপোর্ট করেন। তবে তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওই বালক। বলেছে, তার একাউন্ট ব্যবহার করে অন্য কেউ এমন হুমকি দিয়ে থাকতে পারে। কর্তৃপক্ষের কাছে হুমকির এ বিষয়টি রিপোর্ট করার পর ওই বালকটি পুলিশের কাছে যায় এবং শিক্ষিকার পাঠানো যৌনতায় ভরা রগরগে বার্তা দেখায়। গত সপ্তাহে ধর্ষণ, যৌনতা, একটি বালককে যৌনতায় আহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রোকেনসিসকে। অভিযোগ প্রমাণিত হলে তাকে সাত বছর পর্যন্ত জেল দেয়া হতে পারে।