চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
নূরবানু উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নূরবানু উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বাথরুমে যান নূরবানু। সেখানে থাকা বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা নূরবানুকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।