চুরির দায়ে চারজনের যাবজ্জীবন 

 চুরির দায়ে চারজনের যাবজ্জীবন 

প্রথম নিউজ, পাঁচবিবি : সাড়ে ১৬ বছর আগে ট্রান্সফরমারের তামার তার চুরির মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আমিনুর ইসলাম ও সাজেদুর রহমান এবং চক শিমুলিয়া গ্রামের ওবায়দুল ইসলাম ও রইচ উদ্দিন। রায় প্রদানের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।