চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে এনবিসি নিউজের লেসটার হোল্টকে সাক্ষাৎকার দেন সুনাক। 

চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি: ব্রিটিশ প্রধানমন্ত্রী
চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চীনকে অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, চীন নিশ্চিতভাবেই আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। শুধু তাই নয়, বিশ্ব ব্যবস্থার জন্যও একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে এনবিসি নিউজের লেসটার হোল্টকে সাক্ষাৎকার দেন সুনাক। এতে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা চীনের যে আচরণ দেখেছি তা সত্যিই উদ্বেগজনক। চীন নিজ দেশে অতি কর্তৃত্ববাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে; আর অন্যান্য দেশের বেলায় আরও একগুয়ে ভাব দেখাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য ‘পদ্ধতিগত চ্যালেঞ্জ’। তবে ‘ব্রিটেন আবারও ঘুরে দাঁড়িয়েছে’ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ব্রিটেন তার নতুন পররাষ্ট্রনীতিতেও চীনকে ‘নতুন যুগের চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছে।  এদিকে রাশিয়া ও চীনের ‘হুমকির বিরুদ্ধে’ প্রতিরক্ষা ব্যয় আরও ৬ বিলিয়ন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের উচ্চ প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনের পেছনে মূল কারণ চীন ও রাশিয়ার হুমকি।

তার মতে, প্রতিরক্ষা ব্যয় আরও ৬ বিলিয়ন ডলার বাড়ানোর বিষয়টি মূলত বৈদেশিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়ের নতুন পরিকল্পনা, যা রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় বিবেচনা করা হয়েছে।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: