ভারতে ৫ দিনে চারবার বাড়লো জ্বালানি তেলের দাম
প্রথম নিউজ, ডেস্ক : ভারতে আবারও বাড়লো জ্বালানির দাম। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে দেশটিতে। এবার লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হয়েছে পেট্রল ও ডিজেলের দাম।
গত ২২ মার্চ থেকে চার বারে মোট ৩ রুপি ৩৪ পয়সা দাম বেড়েছে জ্বালানি তেলের। শনিবার সকাল ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানায় দেশটির তেল, গ্যাস ও জ্বালানিবিষয়ক সংস্থা পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম হলো ৯৮ দশমিক ৬১ এবং ৮৯ দশমিক ৮৭ রুপি। কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হলো ১০৮ দশমিক ০১ রুপি।
ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার ফলে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এতে করে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত বিপাকে পড়ে। বিশেষেজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। যদিও বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews