চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় বাসচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
তীব্র তাপদাহে তিন ঘণ্টা মহাসড়কে যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যানজটে অনেকে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
কাশিমপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে অটোরিকশাযোগে এক নারী শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড পোশাক কারখানার ওই শ্রমিক মারা যান। ঘটনাটি জানাজানি হলে কারখানার শতশত শ্রমিক চন্দ্রা-নবীনগর সড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা কাজ বন্ধ রেখে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা হয়।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে প্রশাসন স্থানীয় কাউন্সিলর ও কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে নিহত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।