চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৬
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় হানিফ ও নাবিল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (৩২) ও শাহীদা (২৮) নামে দুজন নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন— আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (৩) ও আবুল কালাম (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি পটিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, পটিয়ায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি ৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা রয়েছে।