দিল্লির আদালতে গুলি

অনলাইন এনডিটিভি এ খবর দিলেও বিস্তারিত জানাত পারেনি। 

দিল্লির আদালতে গুলি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সাবেক এমপি আতিক আহমেদ ও তার ভাইকে পুলিশের সামনে গুলি করে হত্যা করার পর এবার দিল্লির এক আদালতে এক নারীকে গুলি করা হয়েছে।  আদালত চত্বরে আচমকা চলল গুলি। শুক্রবার ঘটনাটি ঘটে দিল্লির সাকেত আদালতে (Delhi’s Saket court)। প্রাথমিকভাবে জানা গিয়েছে মোট চার রাউন্ড গুলি চলে। তবে ঘটনায় কারও মৃত্যু হয়নি। এদিন এজলাস শুরু হয় সাকেত আদালতে। সেইসময় আচমকাই শোনা যায় গুলির শব্দ। আদালত চত্বর ঘিরে ফেলে পুলিশ। দেখা যায়, গুলি লেগে জখম হয়েছেন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আইনজীবী সেজে আদালতে এসেছিল বন্দুকবাজ (Gunman)। তবে কী উদ্দেশ্য ছিল তার, সে বিষয়ে এখনই কিছু জানাতে পারেনি পুলিশ। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। এই প্রথম নয়। এর আগেও দিল্লির আদালতে গুলি চলার ঘটনা ঘটে।