গাড়ি বিস্ফোরণে মৃত্যু আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়ার

ইউক্রেন যুদ্ধের ‘মাস্টারমাইন্ ‘ আলেকজান্ডার দুগিন

গাড়ি বিস্ফোরণে মৃত্যু আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়ার
গাড়ি বিস্ফোরণে মৃত্যু আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়ার

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেন যুদ্ধের মাস্টারমাইন্ড বলে মনে করে হয় আলেকজান্ডার দুগিনকে। এই দুগিন আবার পুতিনের ডান হাত বলে পরিচিত। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে মৃত্যু হল দুগিনের মেয়ে দারিয়ার। মনে করা হচ্ছে, বাবাকে হত্যার টার্গেট ছিল। কিন্তু ভুলবশত প্রাণ গেল মেয়ের। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোমা মারার পর দারিয়ার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িটি তখন মস্কোর বাইরে বলশি ভিয়াজিয়োমি গ্রামের কাছে হাইওয়েতে ছিল। একদিকে দাবি করা হচ্ছে, ৬০ বছর বয়সি আলেকজান্ডার দুগিনকে মারার ছকে ভুল করে মৃত্যু হল তাঁর মেয়ের। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের ‘হাতের পুতুল’ হিসেবে পরিচিত ইউক্রেনের ডোনেৎস পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিনের দাবি, ইউক্রেনিয়ান জঙ্গিদের আক্রমণেই মৃত্যু হয়েছে দারিয়ার। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ইউক্রেনের জঙ্গিরা চেষ্টা করছে আলেকজান্ডার দুগিনকে সইয়ে ফেলার, ভুল করে তাঁর মেয়েকে মেরে ফেলেছে। মেয়েটি খাঁটি রাশিয়ান ছিল।’ দারিয়া একটি উৎসব থেকে ফিরছিলেন, রাস্তায় আচমকাই তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, মেয়ের সঙ্গেই ফেরার কথা ছিল আলেকজান্ডার দুগিনের, কিন্তু শেষ মুহূর্তে অন্য একটি গাড়িতে ফেরেন তিনি।     
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom