গুলশানে তিন স্পা সেন্টারে পতিতাবৃত্তি, আটক ২৫

পতিতাবৃত্তি ও অনৈতিক কার্যকলাপের খবর পেয়ে রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় স্পা সেন্টারগুলো থেকে ২৫ নারী-পুরুষকে আটক করা হয়।

গুলশানে তিন স্পা সেন্টারে পতিতাবৃত্তি, আটক ২৫

প্রথম নিউজ, ঢাকা: পতিতাবৃত্তি ও অনৈতিক কার্যকলাপের খবর পেয়ে রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় স্পা সেন্টারগুলো থেকে ২৫ নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। স্পা সেন্টারগুলো হলো- গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা।  রোববার মধ্য রাতে স্পা সেন্টারগুলোতে এ অভিযান চালায় পুলিশ। 

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom