গৌরীপুরে ৯ জুয়ারী সহ ১১ জন গ্রেপ্তার
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে জয়নাল মিয়ার দোকানের সামনে একটি জুয়ার আসরে এসআই কামাল আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯ জন জুয়ারিকে গ্রেপ্তার করে।
প্রথম নিউজ, গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৯ জন জুয়ারি সহ ২জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে জয়নাল মিয়ার দোকানের সামনে একটি জুয়ার আসরে এসআই কামাল আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।
গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেন- মোঃ মাসুম মিয়া (২০), খায়রুল ইসলাম (২৫), কামরুল ইসলাম (৩২), সুমন মিয়া (২০), মিরাজ আলী (৩০), শফিকুল ইসলাম (৩৫), মোমেন (২২), শফিক মিয়া (৫৫) জিয়াউর রহমান (৩৫)।এছাড়াও পৃথক অভিযানে রোববার রাতে ২জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়।
আসামিরা হলেন- উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সোলেমান (২২) ও মোঃ লোকমান হোসেন (২৫)। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়ারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।