বিসিআইসি গাজীপুর ইউনিটের সভাপতি কাদের ও সম্পাদক মাসুদ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিসিআইসি) গাজীপুর জেলা ইউনিটের ২০২৩- ২০২৫ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিসিআইসি গাজীপুর ইউনিটের সভাপতি  কাদের ও সম্পাদক মাসুদ

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিসিআইসি) গাজীপুর জেলা ইউনিটের ২০২৩- ২০২৫ সালের সাধারণ নির্বাচনে হাজী আব্দুল কাদের মিয়া সভাপতি ও মোঃ মাসুদ সরকার পরিষদের সকল সদস্য বিজয়ী হয়েছেন। ১০ জুন গাজীপুরের সাগর-সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দদের বিসিআইসি সার ডিলার, ইপোর্টার, এসোসিয়েট সদস্যরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

নির্বাচনে হাজী আব্দুল কাদির মিয়া- মোঃ মাসুদ সরকার প্যানেলে ছাতা মার্কা ব্যালটে বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি হাজী মোঃ আবুল হাসেম, হাজী মোঃ মোশারফ হোসেন ফকির, মোঃ আলমগীর হোসেন, হাজী মোঃ রমিজ উদ্দিন, হাজী মোঃ নুর নবী, যুগ্ম-সম্পাদক মোঃ খোরশেদ আলম, মোঃ সবুজ মিয়া, কোষাধ্যক্ষ আজহার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান সিকদার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী বংশি বদন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ বনিক, কার্যনির্বাহী সদস্য নাছরিন আক্তার, মাহবুব আলম সরকার, মোঃ আব্দুস সাহিদ, আফাজ উদ্দিন শেখ, নারায়ণ বনিক, রমিজ উদ্দিন শেখ, রোজিনা আক্তার, মোঃ সজিব আহমেদ, মোঃ ইকরামুল কবির খান, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ মানিক, মোঃ ফরিদ হোসেন, আব্দুল হামিদ, মোঃ আলম গাজী। 

নির্বাচনে মোঃ রুস্তম আলী-আব্দুর রশীদ দেওয়ান প্যানেল প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হয়েছেন। জেলাব্যাপী ৯২ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বিএফএ পরিচালক মোঃ আজিজুর রহমান, নির্বাচন বোর্ডের সদস্য মাহিদুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ উপস্থিত থেকে নির্বাচণী ফলাফল ঘোষনা করেন।