গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটবে: সুলতান সালাউদ্দিন টুকু
বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর হোটেল টাইগার গার্ডেনে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, খুলনা: যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে তা ফিরিয়ে আনা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর হোটেল টাইগার গার্ডেনে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুবদলের খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক এম তমাল আহমেদ ও সহসাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদ প্রমুখ।