কুমিল্লার ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে গ্রেফতার করা হয়েছে

প্রথম নিউজ, ঢাকা: কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ীদের খুবই শিগগিরই গ্রেফতার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি খুব শিগগিরই তাদের (দায়ী) গ্রেফতার করতে পারব।
আসাদুজ্জামান খান আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে যারা করেছে তাদেরও চিহ্নিত করা হবে। এ বিষয়ে খুব শিগগির তিনি তথ্য জানাতে সক্ষম হবেন।
কুমিল্লার হামলার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে দুঃখপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী মনে করেন সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews