খুলনায় নদীতে মিলল অপহৃত কলেজছাত্রের লাশ
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে অপহৃত কলেজছাত্র আমিনুর রহমান (২০) এর মরদেহ পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে আগড়ঘাটা বাজারের অপর প্রান্ত শাহজাতপুরে কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আমিনুর রহমানকে (২০) মুক্তিপণের দাবিতে অপহরণ করে পার্শ্ববর্তী গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ফয়সাল (২২)। পরিদন সকাল থেকে আমিনুলের মোবাইল নম্বর থেকে তারা বাবার নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে ফোন আসতে থাকে। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল নম্বর ট্র্যাক করে সোমবার দুপুরেই অপরহণকারী সন্দেহে ফয়সাল নামে এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুলকে হত্যার কথা স্বীকার করে আটক ফয়সাল। প্রেমিকার আবদারে নিজের জন্য মোটর সাইকেল কিনতেই তাকে অপহরণ করে বলে জানায় সে। মুক্তিপন না পেয়ে আমিনুলকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দা দিয়ে গলা কেটে হত্যা করে লাশ কপোতক্ষ নদে ফেলে দেয় বলে পুলিশকে জানায় আটক ফয়সাল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কপোতক্ষ নদে গিয়ে রক্তের চিহ্ন মিললেও লাশ পায়নি পুলিশ। তিনদিন পর আজ বুধবার সকালে কপোতক্ষ নদ থেকে তার লাশ পায় পুলিশ। এদিকে মঙ্গলবার দুপুরে ফয়সালকে আসামী করে হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা ছুরমান গাজী। পরে আদালতে স্বীকারোক্তিমুলক জবাননন্দিও দেয় ঘাতক ফয়সাল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: