মাদারীপুরে কৃষকের পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
আহতের নাম দুলাল কাজী (৫০)
প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহতের নাম দুলাল কাজী (৫০)। তিনি উপজেলার কালাই সরদারেরচর এলাকার করিম কাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ফাসিয়াতলা হাট থেকে বাড়ি ফিরছিলেন দুলাল কাজী। সে কাচারিকান্দি নামকস্থানে আসলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় তার পায়ের রগ কেটে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রগ কেটে যাওয়ায় আহত দুলাল কাজীর অবস্থা গুরুতর। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার পরই কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুলাল কাজী গ্রুপের সাথে কবির খা গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই কয়েক মাস আগে দুলাল কাজী গ্রুপের লোকজন কবির খা গ্রুপের একজনের পায়ের রগ কেটে দিয়েছিল।
স্থানীয়দের দাবি, ওই ঘটনার প্রতিশোধ নিতেই দুলাল কাজীর পায়ের রগ কেটে দেয়া হয়েছে। আহত দুলাল কাজী বলেন, 'আমাকে স্থানীয় শত্রুরা মিলে গুরুতর জখম করেছে।'
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। তবে এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন বলেন জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: