মা-ছেলেকে পেটালেন ইউপি সদস্য, ভিডিও ভাইরাল
মারিয়া খাতুন বলেন, থানায় অভিযোগ করতে গেলে আমাদের মৃত্যুর হুমকি দেন ওই ইউপি সদস্য। এ কারণে আমরা কোনো অভিযোগ করতে পারিনি।
প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মা-ছেলেকে মারধর করছেন এক ইউপি সদস্য- এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রোববার দুপুরের দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার গ্রামে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মারধরের শিকার মা মারিয়া খাতুন (৪০) ও ছেলে ফাইসাল মিনাবাজার গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইউপি সদস্য কবির আহমেদ হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মারিয়া খাতুন বলেন, থানায় অভিযোগ করতে গেলে আমাদের মৃত্যুর হুমকি দেন ওই ইউপি সদস্য। এ কারণে আমরা কোনো অভিযোগ করতে পারিনি।
ছেলে ফাইসাল বলেন, নানার দেওয়া জমিতে দোকান করেন মা, যা আমাদের একমাত্র উপার্জনের জায়গা। তিন বছর ধরে দোকানটি চালাচ্ছি আমরা। কিছুদিন ধরে ইউপি সদস্য কবির আহমেদ দাবি করছেন, দোকানের জায়গাটি নাকি তার। আজ (রোববার ) সকালে এসে তিনি দোকানে তালা দিয়ে যান। তালা খুলতে গেলে তিনি প্রথমে আমাকে ও পরে মাকে শতশত মানুষের সামনে মারধর করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আশেপাশের লোকজনের সামনেই মা-ছেলেকে এলোপাথাড়ি লাথি মারছেন ইউপি সদস্য কবির আহমেদ। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এতে লাথির সংখ্যা বাড়িয়ে দেন ইউপি সদস্য কবির। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান বলেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখেছি। তবে এ পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews