খুলনার নিখোঁজ পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার দেখালো পুলিশ
সংস্থাটির দাবি, তারা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অর্থ লেনদেনে জড়িত।
প্রথম নিউজ, খুলনা: খুলনা থেকে নিখোঁজ পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটির দাবি, তারা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অর্থ লেনদেনে জড়িত। এ ঘটনায় করা মামলায় সিআইডির একটি দল সোমবার (২১ আগস্ট) তাদের গ্রেপ্তার করে। এ তথ্য জানিয়েছেন সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।
এর আগে, নিখোঁজ চিকিৎসকদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সিআইডি পরিচয়ে তাদেরকে বাসা থেকে তুলে নেওয়া হয়। তারা হলেন- ডা. মো. ইউনুস উজ্জামান খান তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মণ্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)।
সিআইডির দাবি, ইউনুস উজ্জামান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক। তিনি খুলনার থ্রি ডক্টরস নামে একটি মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারের মালিক। দীর্ঘদিন ধরে মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তিনি। লুইস সৌরভ খুলনা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ওই কোচিং সেন্টারে শিক্ষকতা করেন; পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। মুসতাহিন হাসান, শর্মিষ্ঠা মণ্ডল ও নাজিয়া মেহজাবিন খুলনা মেডিক্যাল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ১১তম স্থান অর্জন করেছিলেন মুসতাহিন। তিনি থ্রি ডক্টরস কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন। শর্মিষ্ঠা ও নাজিয়া অর্থের বিনিময়ে থ্রি ডক্টরসের ফাঁস করা প্রশ্নপত্রের মাধ্যমে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি হন।
জানা গেছে, ডা. শর্মিষ্ঠা মণ্ডল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। মেডিক্যাল ভর্তি কোচিং ‘থ্রি ডক্টরস’-এর উপদেষ্টা ডা. মো ইউনুস উজ্জামান খান তারিম স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিক্যাল ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত। অন্যরা বেসরকারি হাসপাতালে রোগী দেখেন।