খালেদা জিয়া দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন: মোশাররফ

খালেদা জিয়া দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন: মোশাররফ

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

সোমবার রাত ৮টার পর দলটির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা সময় তারা সেখানে অবস্থান করেন।


খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। রাজনীতি নিয়ে আলাপ করি নাই। আজকে ঈদ সবাই করতে পারিনি। এ ব্যাপারে সবাই কষ্টে আছি। দেশনেত্রী খালেদা জিয়া দুঃখ প্রকাশ করেছেন।

মোশাররফ আরও বলেন, খালেদা জিয়া দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।


খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা অন্যান্য নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।