কুয়াকাটায় হোটেলের রুমে তরুণীর ঝুলন্ত মরদেহ
হোটেলের রেজিস্ট্রার বুক অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে।

প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত নয়টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হোটেলের রেজিস্ট্রার বুক অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও হোটেল ম্যানেজার সূত্রে জানা যায়, রোববার রাত নয়টায় রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন ওই তরুণী। এ সময় একই এলাকার রয়হানের বন্ধু রিফাতও তার স্ত্রী মিথিলাকে নিয়ে ওই হোটেলের অপর একটি কক্ষে ওঠেন।
সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হলে তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। পরে হঠাৎ রিচী নিচ থেকে ফের রুমে চলে আসেন। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত রিচীর স্বামী রায়হান ও তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। ময়নাতদন্তের পর আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews