কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
প্রথম নিউজ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে যুবদল নেতাসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর, উলিপুর ও রাজিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিএনপি জামায়াতের ডাকা চলমান অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বুধবার সন্ধ্যায় জেলা শহরের ভোকেশনাল এলাকা থেকে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এছাড়া ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজিবপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে বুধবার গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, মোস্তাইন বিল্লাহ এবং কোব্বাস আলী। তবে তাদের দলীয় পদবী জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।