কাশ্মীরে বাড়ির সামনেই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
প্রথম নিউজ, ডেস্ক : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বাটামালু এলাকায় স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে এক পুলিশ সদস্যকে তার বাড়ির কাছেই গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, নিহত পুলিশ কর্মীর নাম তৌসিফ আহমেদ। তার বাড়ি বাটামালুর এসডি কলোনিতে। খবর এনডিটিভির।
হামলার পর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর শ্রীনগরে ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে এলাকায়। তবে সোমবার সকাল পর্যন্ত কোনো জঙ্গির খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত প্রায় এক মাস ধরে কাশ্মীর সীমান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের সেনাবাহিনী।
পুঞ্চ এবং রাজৌরি জেলায় সীমান্ত লাগোয়া জঙ্গলে তারা গা-ঢাকা দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাদের হামলায়গত এক মাসে কমপক্ষে ১০ জন সেনা কর্মকর্তা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: