কারও নৃশংস মাস্টারপ্ল্যানে কাজ করতে গেলে এবার রেহাই পাবেন না: আইনশৃঙ্খলা বাহিনীকে রিজভী

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। 

কারও নৃশংস মাস্টারপ্ল্যানে কাজ করতে গেলে এবার রেহাই পাবেন না: আইনশৃঙ্খলা বাহিনীকে রিজভী

প্রথম নিউজ, ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,'২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে কারও ধামাধরা হয়ে কারও নৃশংস অমানবিক মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে কাজ করতে গেলে এবার কিন্তু আপনারা রেহাই পাবেন না।

সোমবার(২২ অক্টোবর)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। 

রিজভী বলেন,'আমরা যত কর্মসূচি করেছি প্রত্যেকটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ।অশান্তির আগুন লাগিয়েছেন আপনারা।গত বছরের ৭ ডিসেম্বর গুলি চালিয়েছেন আপনারা।সেদিন কি আমরা গুলি চালিয়েছি?গুলি চালিয়েছে শেখ হাসিনার পুলিশ আওয়ামী উদ্বুদ্ধ পুলিশ অফিসাররা।ঐ পথে আর পা বাড়াবেন না।

বিএনপির এই মুখপাত্র বলেন,'
মানুষের পিঠ যেভাবে আপনারা দেয়ালে ঠেকিয়েছেন।মানুষ এখন নিজে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য আপনাদেরকে পথে পথে ঘাটে ঘাটে বন্দরে বন্দরে প্রতিহত করবে।যদি আপনাদের অত্যাচারের মাত্রা দমন-পীড়নের মাত্রা নিষ্ঠুরতার মাত্রা বন্ধ না হয়।

রিজভী বলেন,'২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ।কিছুদিন আগেও আমরা সমাবেশ করেছি তার আগেও আমরা সমাবেশ করেছি কিন্তু এবার এত হুমকি কেন?এত হুঁশিয়ারি দিচ্ছেন তার অর্থ টা কি?হয় ভয় পেয়ে গেছেন অথবা অন্যকোন কারন থাকতে পারে সেটা আমরা জানি না।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে রিজভী বলেন,'আমি বলবো এই মহাসমাবেশকে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে দেয়ার জন্য পুলিশের যে দায়িত্বটুকু আছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেই দায়িত্বটুকুই পালন করবেন।এর বাহিরে কারও ধামাধরা হয়ে কারও নৃশংস অমানবিক মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে কোন কাজ করতে গেলে এবার কিন্তু আপনারা রেহাই পাবেন না।আপনারা জনগণ বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন।আপনারা প্রতিনিয়ত মানুষের ধিক্কার কুড়াচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, যে সমস্ত পুলিশ অফিসাররা বিএনপির মিছিল মিটিংয়ে যত বেশি টর্চার করেছে লাঠি পেটা করেছে প্রত্যেকটারই খুব দ্রুতগতিতে প্রমোশন হয়েছে তারা প্রত্যেকেই পদন্নোতি পেয়েছেন।আজকে শেখ হাসিনার কাছে প্রশাসনের কর্মকর্তাদের পদন্নোতির একমাত্র সোপান হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে কত বেশি নিপীড়ন নির্যাতন করতে পেরেছে এই মানদন্ডের উপরেই প্রমোশন হয়।

এসময় রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে জিয়া পরিষদের চেয়ারম্যান ডা: মো:আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং মহাসচিব  ডা.মো:এমতাজ হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,অধ্যাপক ডক্টর এনামুল হক,যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ বক্তব্য দেন।