ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৬, ছাড় পেলো না ৬ মাসের শিশুও
সোমবারের এ হত্যাকাণ্ডকে দেশটির কর্তৃপক্ষ ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রথম নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে আছে এক শিশু ও তার মা। শিশুটির বয়স মাত্র ৬ মাস! অপরদিকে শিশুটির মায়ের বয়সও ছিল মাত্র ১৭ বছর। সোমবারের এ হত্যাকাণ্ডকে দেশটির কর্তৃপক্ষ ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার টুলারে কাউন্টির একটি গ্রাম গোশেনে এ ঘটনা ঘটে। গ্রামটিতে অন্তত ৫ হাজার ৪শ লোকের বসবাস। কাউন্টি শেরিফ এ হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবার সংক্রান্ত কোন বিষয় জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ যে বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বাড়িতেই কয়েক দিন আগে মাদক থাকার সন্দেহে তল্লাশি চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত।
তুলারে কাউন্টি শেরিফ মাইক বুড্রৌ বলেছেন, আমরা বিশ্বাস করি যে, এ হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকারীরা একটি বার্তা দিতে চেয়েছে। আমরা মনে করি, এ পরিবারটিকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত মোটা দাগে দুজনকে সন্দেহ করছি। স্থানীয়রা জানিয়েছেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতে আসতে বন্দুকধারীরা সবাইকে হত্যা করে চলে গেছে। নিহতদের কয়েকজনকে পাওয়া যায় বাড়ির সামনের রাস্তায় এবং বাকিদের বাড়ির ভেতরে। মাইক বুড্রৌ জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও একজন মারাত্মক আহত অবস্থায় জীবিত ছিল। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
ওই শিশু ও তার মায়ের মরদেহ বাড়ির বাইরে এক জায়গাতেই ছিল। তাদের দুইজনকেই মাথায় গুলি করে মারা হয়েছে। আরও কয়েকজনকেও মাথায় গুলি করেই মারা হয়েছে। এরমধ্যে একজন বয়স্ক নারীও আছেন। ওই বাড়ির দুই নারী সদস্য কোনোভাবে লুকিয়ে প্রাণ বাঁচান। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ধরণ দেখে বুঝা যায় মাদক গ্যাংগুলোই এ কাজ করেছে। যেভাবে মাথায় গুলি করে মারা হয়েছে, তাতে নিশ্চিত যে- সন্ত্রাসীরা জানতো তারা কি করছে। কোনো ছোট খাটো গ্যাং সদস্যরা এভাবে খুন করতে পারে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: