ক্যাভার্ড ভ্যানের পর গাজীপুরে এবার বাসে আগুন

ক্যাভার্ড ভ্যানের পর গাজীপুরে এবার বাসে আগুন

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তরা আগুন দেয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে।

কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।