কমলাপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কমলাপুর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. ওসমান গনি, মো.মিন্টু বিশ্বাস, মবিনউল্লাহ, মো. আমিনুউল্লাহ ও মো. সজীব।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ীদের অবস্থানের সংবাদের ভিত্তিতে কমলাপুরের এস আলম পরিবহনের কাউন্টারে আমাদের একটি টিম অভিযান করলে, ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews